শিরোনাম:
নয়া দিগন্তে সংবাদ প্রকাশে নাসিরনগরে সারের বাজার নিয়ন্ত্রনে এসেছে
মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৫:১৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
নয়া দিগন্তে সংবাদ প্রকাশে নাসিরনগরে সারের বাজার নিয়ন্ত্রনে এসেছে
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২৫ সেপ্টেম্বর:
সাম্প্রতিক সময়ে নাসিরনগরে সারের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং কৃষকদের ভোগান্তি নিয়ে নয়া দিগন্ত পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ কার্যকর ব্যবস্থা নিয়েছে। ফলে এখন এলাকায় সারের বাজারে নিয়ন্ত্রণ ফিরে এসেছে এবং কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন।
গত ২৪ সেপ্টেম্বরে নয়া দিগন্ত পত্রিকায় পত্রিকায় প্রকাশিত একাধিক প্রতিবেদনে দেখা যায়, কিছু ডিলার সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন। বিষয়টি নজরে আসার পরপরই নাসিরনগর উপজেলা প্রশাসন, কৃষি অফিস যৌথ অভিযানে কয়েকটি দোকানে জরিমানা এবং সতর্কতা জারি করা হয়।
নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “পত্রিকায় সংবাদ প্রকাশের পূবেই কিছু অনিয়ম হলেও আমরা দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি। এখন প্রতিটি সারের দোকানে মূল্যতালিকা টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে এবং নিয়মিত মনিটরিং চলছে।”
স্থানীয় কৃষক রমিজ উদ্দিন বলেন, “আগে সারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হতো, এখন নির্ধারিত দামে সহজেই পাওয়া যাচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে আমরা উপকৃত হয়েছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “আমরা এলাকার কৃষকরা সঠিক মূল্যে সার বিক্রি হচ্ছে। ভবিষ্যতেও যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।তবে আমাদের ইউরিয়া ও টি এস পি পর্যাপ্ত পরিমান মজুদ আছে।















