রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির মেধাবৃত্তি ২০২৪ এর সনদ,ক্রেস্ট সম্মাননা প্রদান
- আপডেট সময় : ০১:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির তিনটি ইউনিয়নের (রুপগঞ্জ, কায়েতপাড়া, দাউদপুর) মেধাবৃত্তি ২০২৪ শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক জনাব মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রহমান হুমায়ুন, সভাপতি উপজেলা বিএনপি, জনাব বাছির উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা বিএনপি, ও মোহাম্মদ শামীম ভূঁইয়া অর্থ বিষয়ক সম্পাদক, রূপগঞ্জ উপজেলা বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সোলায়মান ভূইয়া, সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির (রূপগঞ্জ ইউনিয়ন শাখা)। সঞ্চালনায় ছিলেন মোঃ সেহেল রানা, যুগ্ম আহবায়ক রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতি। সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মনিরুল হক ভূইয়া মনির, আহবায়ক রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতি। উক্ত অনুষ্ঠানটি রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জ গ্রামে আব্দুল হক ভূইয়া ইন্টারন্যাশনাল স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। ৩৬টি স্কুলের ৩৭৭জন শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি সনদ,ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।
প্রধান অতিথি বলেল তিনি সব সময় কিন্ডারগার্টেন স্কুলের পাশে আছেন। তাদের যেকোন প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন।
















