রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

- আপডেট সময় : ১০:৫৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
আজ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন -শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সার্বজনীন আনন্দোৎসব। সকলের সহযোগিতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়েই এ উৎসবকে সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব। প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে নিরাপত্তা নিশ্চিত করবে। তবে সবার আগে প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা। পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা ব্যবহার ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় কমিটিকে আরও সচেতন ভূমিকা রাখতে হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব হবে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজা মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।