শিরোনাম:
দোয়া মাহফিলের মাধ্যমে শফিকুল ইসলামের গণসংযোগ শুরু।

মোঃ আছমত আলী
- আপডেট সময় : ০৪:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৩০৭ বার পড়া হয়েছে
দোয়া মাহফিলের মাধ্যমে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলামের গণসংযোগ শুরু।
ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মাজার জিয়ারত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে গণসংযোগ শুরু করেন ব্রাক্ষণবাড়িয়া ১ (এক) নাসিরনগর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শফিক।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে ফান্দাউক দরবার শরীফের মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ফান্দাউক দরবার শরিফের বর্তমান গদীনিশীন পীর সাহেব মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল- হোসাইনী।
ব্রাক্ষণবাড়িয়া ১ (এক) নাসিরনগর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শফিক বলেন , আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলিয় মনোনয়ন পাওয়ার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং দল আমাকে মনোনয়ন দিলে ও আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, বেকারত্ব দুর, মাদক মুক্ত উপজেলা গড়ব ইনশাআল্লাহ।