শিরোনাম:
পল্লী বিদ্যুৎ কর্মকর্তা- কর্মচারীদের অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে

মোঃ আছমত আলী
- আপডেট সময় : ০৩:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
পল্লী বিদ্যুৎ কর্মকর্তা- কর্মচারীদের অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে
রোববার (৭ সেপ্টেম্বর) ৭ টার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি শুরু হয়েছে। এসময় দপ্তরে না গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের এলোমেলোভাবে ঘুরে বেড়াতে দেখা যায়।
পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলো হলো- আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করা, সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহার এবং বদলি বা বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন।কর্মবিরতির ফলে নাসিরনগরে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের কোন সমস্যা হলে দেখার কেউ নেই। n
নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোশাররফ হোসেন বলেন, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে চলে গেছেন। কয়েকটি এলাকায় লাইন নেই, আমি নিজে চেষ্টা করেও পারছি না, সবাইকে ধৈর্য ধরার আহ্বান।