শিরোনাম:
নাসিরনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ৫

মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৭:৩৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
নাসিরনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক জনে মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
শক্রবার (২৯ আগস্ট) ৮.৩০ টার দিকে সদর ইউনিয়নের দাঁতমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বরোড থেকে যাত্রীবাহী সিএনজি নাসিরনগরের দাঁতমন্ডল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে আমিনুল ইসলাম আমিন (৪০) মৃত্যু হয়েছে।
গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক সেলিম মিয়া (২৭) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন ফেনির বাসিন্দা করিম (৩২) ও তার বন্ধু সাগর মিয়া (২১) , হবিগঞ্জের লাখাইয়ের অর্জুন দাস (৫৫) ও তার স্ত্রী দিপালী (৪৫) নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের চালক সেলিম মিয়া(২৭) আহত হয়েছেন।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ট্রাকটি সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে।