নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন : হুমায়ূন-আনোয়ার প্যানেলের বিশাল বিজয়

- আপডেট সময় : ০১:৪৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬) নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত সরকার হুমায়ূন কবির-এইচ এম আনোয়ার প্রধান নেতৃত্বাধীন প্যানেল বিপুল ব্যবধানে জয় পেয়েছে। ১৭টি পদে লড়াইয়ে তারা ১৬টি পদে বিজয়ী হয়েছেন। একটি মাত্র সদস্য পদে জয় পান জামায়াত সমর্থিত প্যানেলের অ্যাড. আফরোজা জাহান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১২টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ১ হাজার ১৭৩ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৫৩ জন ভোট দেন। অনুপস্থিত ছিলেন ২০ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী অ্যাড. আ. বারী ভূঁইয়া।
আইনজীবী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিজয়ী অন্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি অ্যাড. কাজী আ. গাফ্ফার, সহ-সভাপতি অ্যাড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ অ্যাড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক অ্যাড. মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক অ্যাড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাড. মামুন মাহমুদ।
সদস্য পদে জয়ী হয়েছেন অ্যাড. ফাতেমা আক্তার সুইটি, অ্যাড. তেহসিন হাসান দিপু, অ্যাড. দেওয়ান আশরাফুল ইসলাম, অ্যাড. আবু রায়হান ও অ্যাড. আফরোজা জাহান।
ভোটের দিন সকাল থেকেই আদালতপাড়ায় তিনটি প্যানেলের সমর্থনে বিএনপি ও জামায়াতের আইনজীবীরা অবস্থান নেন। স্লোগান, সমর্থকদের পদচারণা আর নানা আয়োজন ঘিরে পুরো এলাকা ছিল সরব।
প্রসঙ্গত, এ নির্বাচনে তিনটি পূর্ণাঙ্গ ও আংশিক প্যানেলের ৪৮ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে হুমায়ূন-আনোয়ার প্যানেলের বিশাল বিজয়ে সমিতির নেতৃত্ব প্রায় পুরোপুরি তাদের হাতে গেল।