ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জের আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী

- আপডেট সময় : ০২:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
রূপগঞ্জ :
ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জ’র আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। ৯ আগষ্ট শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর এলাকায় হাজী রফিজউদ্দিন ভুঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদার। সংগঠনের সভাপতি মেহের উল্লাহ মিয়ায় সভাপতিত্বে ও নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় আয়োজিত বৃক্ষ বিতরনী উদ্বোধন করেন একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আনোয়ার ছাদাত জুয়েল, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, হাজী রফিজ উদ্দিন ভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, সম্মিলিত সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমূখ।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, অক্সিজেন সরবরাহকারী গাছ মাধ্যমে মানবজাতিকে আল্লাহ টিকিয়ে রেখেছেন। তাই গাছ হলো প্রতিটি জীবন বাঁচানোর উসিলা। পাশাপাশি, ফুল,ফল, কাঠ, ঔষুধ, সুন্দর পরিবেশ রক্ষায় গাছের বিকল্প কিছু নাই। তাই পতিত জমিতে গাছ রোপন করে যত্ন করে বড় করা পর্যন্ত আমাদের দায়িত্ব।