শিরোনাম:
নওগাঁয় বালুবাহী ও পাথরবাহী দুটি ট্রাকের সংঘর্ষে নিহত একজন।

অহিদুল ইসলাম
- আপডেট সময় : ০২:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
নওগাঁয় বালুবাহী ও পাথরবাহী দুটি ট্রাকের সংঘর্ষে নিহত একজন।
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার চৌদ্দমাইল নামক স্থানে বালুবাহী ও পাথরবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্রাবন মোল্লা (২০) নামে একজন যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ৯ টার দিকে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের চদ্দমাইল নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।
নিহত যুবক শ্রাবন মোল্লা রাজশাহীর পবা উপজেলার রিপন মোল্লার ছেলে এবং সে ট্রাক চালকের সহকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের চদ্দমাইল নামক স্থানে সড়কের পাশে বালুবাহী একটি ট্রাক দাঁড়িয়ে রেখে ট্রাকের চালক ও তার সহকারী পাশের ফিলিং স্টেসনের ওয়াশ রুমে গেলে এসময় পাথরবাহী একটি ট্রাক ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালুবাহী অপর ট্রাককে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাক সড়ক থেকে নিচে পড়ে যায়। এদূর্ঘটনায় পাথরবাহী ট্রাক চালকের সহকারী শ্রাবন মোল্লা দূর্ঘটনাস্থলেই নিহত হয় এবং চালক আহত হয়। তাৎক্ষণিক ভাবে আহত চালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠায় স্থানীয়রা।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দূর্ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এব্যাপারে আইনি পক্রিয়া চলমান রয়েছে।