রূপগঞ্জে কুলছুম মনির ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি ২০২৪ এর সম্মাননা প্রদান

- আপডেট সময় : ০১:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় কুলছুম মনির ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি ২০২৪ এর সম্মাননা প্রদান করাহয়। উক্ত অনুষ্ঠানটি গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির আহবায়ক মনিরুল হক ভূইয়া( মনির)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা। আরো উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুইরেন্স এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মহিবুল ইসলাম কিবরিয়া, গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল কাদির মোল্লা (সুমন)। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা অতি আগ্রহ নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। বর্তমানে প্রতিযোগিতা মুলক বিশ্বে নিজেকে তৈরি করতে হলে প্রতিযোগিতার কোন বিকল্প নেই।
বক্তব্য শেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।