আমলের তাৎপর্য (২)

- আপডেট সময় : ০৪:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে
কিছু ব্যংক ও আর্থিক প্রতিষ্ঠান মানুষের জমির দলিল রেখে ও শিক্ষার্থীদের মূল সনদ জমা রেখে বিনাসুদে ঋণ দেয়। নি:সন্দেহে কাজটি অনে…..ক বড় আ’মল। কেননা ঐ প্রতিষ্ঠান কোন ব্যক্তিকে সুদের কঠিন পাপ থেকে বাঁচালেন।
নামাজ-রোজার সাথে তাসবীহ পাঠ, মাসে ৩ টি নফল রোজা, তাহাজ্জুদ, জিকির, ওজিফা ইত্যাদিকে আমারা সাধারণত আমল মনে করি। আসলে বিষয়টি এমন নয়। আমল মানে কাজ বা Action, যার দ্বারা ব্যক্তি, সমাজ, দেশ , জাতি ও বিশ্ববাসী উপকৃত হয়।
আল কুরআনে সুরা বাক্বারার ২৭৫ নং আয়াতে আল্লাহ বলেন “আল্লাহ ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করেছেন।” হাদীছে এসেছে “সুদের সাথে ৭ শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহর অভিশাপ। “তাহলে সুদ থেকে বাচার উপায় কি? এর সমাধান কি? এ নিয়ে চিন্তা ফিকির করে স্থায়ী সমাধানে উপনীত হওয়ার জন্য সকল necessary action হলো আমল।” সুদ থেকে নিজেকে দূরে রাখা , দেশ-সমাজ -জাতীকে দূরে রাখাই ঈমানের দাবী।
১৯৫০ সালের শেষ দিকে ভারতীয় উপমহাদেশে পাকিস্তানে পল্লী এলাকায় একটি স্থানীয় ‘ইসলামী ব্যাংক’ প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানে প্রথম একটি ইসলামী অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচেষ্টা শুরু হয়। কিন্তু নানা প্রতিকূলতার দরুন তা আলোর মুখ দেখেনি। ১৯৬০ সালে মিশরের মিটগামারে ‘সেভিংস ব্যাংক’ নামে বিশ্বের সর্বপ্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এ চিন্তার উদ্ভাবক ছিলেন ‘আহমদ নাজ্জার মিশরী’। এখন সারাবিশ্বে ইসলামী ব্যংকিং ব্যবস্থার জয়জয়কার; এমনকি অমুসলিম দেশেও। বাংলাদেশের অন্যান্য ব্যংকেও ‘ইসলামী ব্যংকিং শাখা/ উইন্ডো’ নামে কার্যক্রম চলছে।
বাংলাদেশে ইসলামী ব্যংকিং সেক্টরে ইসলামী ব্যংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশাল ইসলামী ব্যংক ইত্যাদি ব্যংকে ২ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে ‘এর মধ্যে শুধু ইসলামী ব্যংকে ১ লক্ষাধিক। বাংলাদেশের অর্থনীতিতে সর্বোচ্চ কর দাতা প্রতিষ্ঠান ‘ইসলামী ব্যংক বাংলাদেশ লিমিটেড’। জানিনা এর ‘প্রধান রুপকার’ দুনিয়াতে আছেন কি-না। মুসলিম সমাজকে যারা সুদের হাত থেকে বাচানোর জন্য চেষ্টা, পরিশ্রম, মেহনত ও জান মাল কুরবানী করলেন তারাই ঐ সুরা বাক্বারার ২৭৫ নং আয়াতের উপর আমল করলেন। এটাই আমলে ছালেহ বা সৎকর্ম। এই ভাল কাজ দেখে আবার অন্য কেউ উৎসাহিত হয়ে এই ভাল কাজ করলে ১ম আমলকারী ব্যক্তিও পূণ্য পাবে, এবং তা কিয়ামত পর্যন্ত জ্যামিতিক হারে ( Geomatric progression) বৃদ্ধি পাবে। অবশ্য ইসলামী ব্যাংক ব্যবস্থা নিয়ে যারা নেতিবাচক মনোভাব পোষণ করেন, আজ ১৪০০ বছরেও তারা ইতিবাচক কিছু দেখাতে পারেন নি।
শুধু তাসবীহ পড়াই আ’মল নয়। সে ঘুমাচ্ছে, He is slepping. এখানে sleep intransitive verb বা অকর্মক ক্রিয়া। তেমনি তাসবীহ পড়া অবশ্যই আ’মল তবে অকর্মক ক্রিয়া। May Almighty Allah give us all correct understanding of religion. Ameen.
—————————
ড. মোঃ শরিফুল ইসলাম
গবেষক ও কলামিস্ট, সিলেট।
dr.1979sharif@gmail.com