বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন রূপগঞ্জ শাখার পরিচালনা কমিটি গঠন

- আপডেট সময় : ০১:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন রূপগঞ্জ শাখার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহবুব রহমান মাহাবুব ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আল রাফি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন। ২৫ জুন বুধবার দুপুরে ভুলতার একটি বেসরকারি হাসপাতাল মিলনায়তনে এক সভায় পরিচালনা কমিটি নির্বাচন করেন রূপগঞ্জ অঞ্চলের বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিকপক্ষ।
এছাড়াও ১৪ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির নির্বাচিত সদস্যরা হলেন ইসমাইল হোসেন মৃধা, জাকির হোসেন, পূর্বাচল মেডিলাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট আমিরুল ইসলাম ইমন, রূপগঞ্জ পপুলার হসপিটালের পরিচালক মিলন মিয়া, ডিকেএমসির পরিচালক নজরুল ইসলাম, আব্দুল মান্নান পারভেজ, খাদিজাতুল কুবরা, শান্ত কুমার দাস, নাজমুল হোসেন সম্রাট, রফিউল ইসলাম অন্তর, মোঃ মামুন, শফিকুল ইসলাম।
এ সময় কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীমসহ ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীসহ আরও ৭ জন উপদেষ্টা সদস্যের নাম ঘোষণা করেন বেসরকারি হাসপাতাল মালিক পক্ষ।