শিরোনাম:
২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী হলেন নওগাঁর যে প্রতিষ্ঠানগুলো।

অহিদুল ইসলাম
- আপডেট সময় : ০৬:১৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী হলেন নওগাঁর যে প্রতিষ্ঠানগুলো।
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. আবদুল আওয়ালের সভাপতিত্বে রোববার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে রাতেই এ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী
প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিজয়ী হলেন জেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জানা যায়, জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের বাংলোয় ও জেলা পরিষদ পার্কের দক্ষিণ দেওয়ালে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার মাধ্যমিক পর্যায়ের ২৫ টি প্রতিষ্ঠান থেকে ৩ জন করে ৭৫ জন ও উচ্চ মাধ্যমিক স্তরের ১৭টি প্রতিষ্ঠান থেকে ৩ জন করে ৫১ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গ্রাফিতি মূল্যায়নে ৬ জন বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে নওগাঁ সরকারি কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে আত্রাই মহিলা কলেজ ও তৃতীয় স্থান অর্জন করে ধামইরহাট সরকারি মফিজ উদ্দীন মেমোরিয়াল কলেজ।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, গণঅভ্যুত্থান-২৪ এর বর্ষপূর্তি পালন উপলক্ষে সরকারি নির্দেশনায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ভালো করেছে। তারপরও আমাদের ৬ জন বিচারক তুলনামূলক ভাবে ভালো করা ৬টি প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষণা করেছেন। আমি এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানায়।