স্কুল সভাপতি বিএনপি নেতা, ৬ মাস যাবত শিক্ষকদের বেতন বন্ধ।

- আপডেট সময় : ০৪:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
স্কুল সভাপতি বিএনপি নেতা, ৬ মাস যাবত শিক্ষকদের বেতন বন্ধ।
কুমিল্লা জেলা তিতাস উপজেলা অতি প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশনের শিক্ষকদের ছয় মাস যাবত প্রাতিষ্ঠানিক বেতন বন্ধ করে দিয়েছেন বিদ্যালয়ের সভাপতি।
চলতি বছরের জানুয়ারী মাসে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি নির্বাচীত হোন কুমিল্লা জেলার তিতাস উপজেলা বিএনপির সেক্রেটারী মো. ওসমান গণি। তিনি সভাপতির আসনে বসার পরপরই গত ফেব্রুয়ারী,২০২৫ থেকে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারিদের স্কুল প্রদত্ত বেতন ভাতা বন্ধ করে দেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষককের জানতে চাইলে তিনি বলেন যে, সভাপতি বলেছেন বিগত পাঁচ বছরের আয় ব্যয়ের অডিট হবে। অডিট শেষে শিক্ষকদের বেতন দেয়া হবে। কবে অডিট শুরু হবে তা নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান যে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমরা শুধু সরকার প্রদত্ত বেতন দিয়ে সংসার চালাতে পারছি না। স্কুল প্রদত্ত বেতন না পেয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি।
বেসরকারি স্কুল ম্যানেজিং কমিটি বিধিমালা ২০২৪ অনুযায়ী এডহক কমিটি পূর্ববর্তী নির্বাচীত কমিটির আয় ব্যয়ের বা অন্য কোনো অডিট করার এখতিয়ার নাই। এ ব্যাপারে সভাপতিকে মুঠোফোনে ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।