শিরোনাম:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা চাকসুর
- আপডেট সময় : ০৫:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা চাকসুর
চট্টগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্র সেনানী, দেশপ্রেমিক ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর এ সংকটময় পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে। জাতির যেকোনো দেশপ্রেমিক রাজনৈতিক নেতার স্বাস্থ্যহানির বিষয়টি রাজনৈতিক বিভাজন বা দলীয় অবস্থান দিয়ে বিচার করার নয়; বরং মানবিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধের জায়গা থেকে সমগ্র জাতির দোয়া করা প্রয়োজন।
চাকসুর নেতৃবৃন্দ বলেন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দেশপ্রেম, গণতন্ত্র রক্ষার প্রচেষ্টা ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে তাঁর দৃঢ় এবং আপোষহীন অবস্থান দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। চাকসুর নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে দেশ ও জাতির খেদমত করার আল্লাহ তায়া’লার কাছে ফরিয়াদ করেন।
দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন।
শুক্রবার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে জানান, ড. ইউনূস নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং চিকিৎসার সকল অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তিনি জানিয়েছেন,রাষ্ট্রীয় দায়িত্ববোধের জায়গা থেকে সমগ্র জাতির দোয়া চান । তিনি খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত।
মানবিক সংগঠন “আবদুল গণী ফাউন্ডেশন” :
আবদুল গণী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইউছুফ ও সাধারণ সম্পাদক কে.এস.এন. চৌধুরী এক বিবৃতিতে, সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্র সেনানী খালেদা জিয়ার স্বাস্থ্যহানির বিষয়টি মানবিক বিবেচনায় মানবিক বিবেচনায় নেওয়ার জন্য দেশের রাষ্ট্র প্রধানসহ সকলের প্রতি অনুরোধ জানান।
তাঁরা বলেন, জাতির এই ক্লান্তি লগ্নে বেগম জিয়ার মত দেশপ্রেমিক লোক খুবই প্রয়োজন। গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধের জায়গা থেকে সমগ্র জাতির দোয়া করার অনুরোধ জানান। তাঁহার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার জন্য সরকারকে অনুরোধ জানান সংগঠনটি।










