শিরোনাম:
শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭। সতর্কতা অবলম্বনের পরামর্ষ চিকিৎসকের।
মোঃ সাখাওয়াত হোসেন ,
- আপডেট সময় : ০৩:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭।। সতর্কতা অবলম্বনের পরামর্ষ চিকিৎসকের।
কুমিল্লার মুরাদনগরে শিয়ালের কামড়ে এক শিশুসহ ৭ জন আহত হয়েছেন। উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক রবিবার এই তথ্য নিশ্চিত করেন। আহতরা হলেন, মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিব নামাজের পর মসজিদ থেকে মুসল্লিরা বের হলে একটি শিয়াল দৌড়ে এসে একজনের পেছনে কামড় দেয়। পরপরই আরেকজনের পায়ে কামড় দেয় শিয়ালটি। শিয়ালটি দৌড়ে পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। এসময় শিয়ালের আচরণ ছিল অস্বাভাবিক। এঘটনায় শিশুসহ ৭ জন আহতদের এলাকাবাসী ও পরিবারের সদস্যরা উদ্ধার করে শনিবার রাতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আক্রান্তদের ভ্যাকসিন দেন। আক্রান্তদের কেউ আশঙ্কাজনক না হওয়ায় তাদেরকে বাড়িতে প্রেরণ করা হয়। পরবর্তী ভ্যাকসিন গুলো সময়মত নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। এদিকে এলাকাবাসী রাতেই শিয়ালটিকে মেরে ফেলে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, শনিবার রাতে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দিয়ে বাড়িতে প্রেরণ করা হয়েছে।
চিকিৎসক জানান, আজকাল খাদ্য সংকট সহ নানান প্রকৃতিক বিপরযয়ের কারণে বন জঙ্গলে বসবাস করা ইতর প্রাণীগুলো লোকালয়ে চলে আসতে দেখা যাচ্ছে। তিনি সকলকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন।














