শিরোনাম:
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় : ০১:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টের শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের মেধা বৃত্তিপ্রাপ্ত পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ২৩জুলাই বুধবার তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নূর আলম, সমিতির কর্মকর্তা আলহাজ্ব হানিফ সাউদ, এম এ হান্নান সবুজ, ফরহাদ ভুঁইয়া, মোহাম্মদ মেহেদী হাছান প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।