রূপগঞ্জ উপজেলায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন দিপু ভূইয়া

- আপডেট সময় : ০২:৪০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২০১ বার পড়া হয়েছে
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির (গোলাকান্দাইল ও ভুলতা ইউনিয়ন) শাখার উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতকাল ০৫/০৯/২০২৫ রোজ শুক্রবার গোলাকান্দাইল গ্রামে অবস্থিত ভূইয়া বাড়িতে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াসমিন ইসমাইল ব্যবস্থাপনা পরিচালক, গাউছিয়া কর্পোরেশন লিমিটেড, জনাব সিদ্দিক নুর আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,রূপগঞ্জ, জনাব বাছিরউদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক, রূপগঞ্জ উপজেলা বিএনপি, জনাব আব্দুল আজিজ মাস্টার, সভাপতি, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মনিরুল হক ভূইয়া মনির, আহবায়ক, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেনে শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতি। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আব্দুল কাদির মোল্লা (সুমন), সভাপতি রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতি।
অতিথিদের বক্তব্য শেষে বৃত্তি প্রাপ্ত প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৬৩০ জন শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।