শিরোনাম:
মুরাদনগরের পূর্বধূইর পশ্চিম ইউনিয়ন জামাায়াত ইসলামী উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা.
মোঃ সাখাওয়াত হোসেন
- আপডেট সময় : ১২:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
মুরাদনগরের পূর্বধূইর পশ্চিম ইউনিয়ন জামাায়াত ইসলামী উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা ।
কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা পূর্বধূইর পশ্চিম ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যোগে পূর্বধূইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার (১ নভেম্বর) বিকেলে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাঙ্গরা বাজার থানা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সভাপতি আতিকুর রহমান এর সঞ্চালন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী মো:ইউসুফ সোহেল।
তিনি জনগণ উদ্দেশ্য বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেন তাহলে সরকারি যত বরাদ্দ আসবে একটি টাকাও আমার পরিবার ও আত্মীয়-স্বজন কেউ ভোগ করবেনা সব বরাদ্দ ন্যায্যতার ভিত্তিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে খরচ করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ খুরশেদ আলম বক্তব্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রায় দেড় হাজার বছর আগে কুরআনে জানিয়েছেন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবেন তারা চারটি কাজ করবেন ১.নামাজ প্রতিষ্ঠা করবেন ২.যাকাত আদায় করবেন ৩.সৎ কাজের আদেশ ৪.অসৎ কাজের নিষেধ প্রদান করবেন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম রাষ্ট্রীয়ভাবে এ চারটি কাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলার জমিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মো:মিজানুর রহমান সরকার।
আরো বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা আবু সাইদ, মোহাম্মদ বাহা উদ্দিন, মাওলানা আব্দুল মোতালেব,মাওলানা আবুল হোসেন,মাওলানা গোলাম সামদানী, আমির হোসেন, মোহাম্মদ মামুন, মোঃ ফারুক ,সাদ্দাম হোসেন, জালাল উদ্দিন,লোকমানরেজা,এস এম সামসুল হক, আল আমিন, ডা:ফিরোজ প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী সহ সাধারণ জনগণ।
উল্লেখ্য: উক্ত নির্বাচনী সাধারণ সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নাসির উদ্দিন সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়।












