শিরোনাম:
মাইলস্টোন স্কুল ও জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নওগাঁয় দোয়া মাহফিল।

অহিদুল ইসলাম
- আপডেট সময় : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
মাইলস্টোন স্কুল ও জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নওগাঁয় দোয়া মাহফিল।
নওগাঁ প্রতিনিধিঃ ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নওগাঁয় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া পরিচালনা করেন মসজিটির খতিব হাফেজ মাওলানা রেজোয়ান আহসান।
এ সময় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, নওগাঁ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) খোরশেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, তানজিম বিন বারী, ফজলে রাব্বি, সাদনান সাকিব, রাফিউল বারি রাজনসহ মসজিদের মুসুল্লিরা উপস্থিত ছিলেন।

নিহতদের আত্মার মাগফিরাত ও শহীদি মর্যাদা কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জুলায়ের শহীদেরা আমাদের অনুপ্রেরণা তারা আমাদেরকে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। তাদের ত্যাগের কারণে আমরা সুন্দরভাবে চলতে পারছি। আমরা শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। সেই সাথে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আমাদের যে ছোট ছোট বাচ্চারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি।