ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত। বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, এবার শিক্ষার্থীরা তাদের মেধার যথাযথ মূল্যায়ন দেখতে পাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে আয়োজনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ। আমার শিক্ষা ভাবনা: ড. মোঃ শরিফুল ইসলাম  সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন একজন গ্রাহক, অতিরিক্ত সিমগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হবে। আজ বুধবার সকালে সমিতিপাড়ার সৈকত এলাকা থেকে উদ্ধার করা হয় চবির আরেক শিক্ষার্থী আসিফের মরদেহ। পবিত্র হজ শেষে ৭৬ হাজার ৭৬৮ জন হাজি দেশে ফিরেছেন, ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।  ক্ষতিকর একবার ব্যবহার্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহার আগামী ২ অক্টোবর থেকে সচিবালয়ে বন্ধ। গোষ্ঠীগত দ্বন্দ্বে ছাত্রদল নেতা নিহত, পুরুষ শূন্য গ্রাম। প্রায় ৪ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য বাচ্চু মিয়া।

ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত।

ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব বোর্ডের অধীনে শুধু বৃহস্পতিবার (১০ জুলাই) যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটিই আপাতত স্থগিত থাকবে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বৃহস্পতিবার এইচএসসির পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবদ্যা প্রথমপত্র তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, কুমিল্লা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে হঠাৎ বন্যা পরিস্থিতির অবনতি এবং ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধির কারণে শুধু বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশের সব কেন্দ্রে বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন আলিমের ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত ঘোষণা করেছে মাদরাসা বোর্ড।

মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে কোনো এক জেলা প্রাকৃতিক দুর্যোগে কারণে পরীক্ষা স্থগিত করতে হলে সারাদেশে তা স্থগিত করার প্রয়োজন পড়ে।

কুমিল্লা অঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কারণে সারাদেশে বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

বন্যা পরিস্থিতির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এদিন অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। বন্যার কারণে সারাদেশে এ পরীক্ষা স্থগিত থাকবে। বুধবার (৯ জুলাই) রাতে কারিগরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত।

আপডেট সময় : ০৬:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত।

ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব বোর্ডের অধীনে শুধু বৃহস্পতিবার (১০ জুলাই) যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটিই আপাতত স্থগিত থাকবে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বৃহস্পতিবার এইচএসসির পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবদ্যা প্রথমপত্র তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, কুমিল্লা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে হঠাৎ বন্যা পরিস্থিতির অবনতি এবং ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধির কারণে শুধু বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশের সব কেন্দ্রে বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন আলিমের ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত ঘোষণা করেছে মাদরাসা বোর্ড।

মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে কোনো এক জেলা প্রাকৃতিক দুর্যোগে কারণে পরীক্ষা স্থগিত করতে হলে সারাদেশে তা স্থগিত করার প্রয়োজন পড়ে।

কুমিল্লা অঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কারণে সারাদেশে বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

বন্যা পরিস্থিতির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এদিন অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। বন্যার কারণে সারাদেশে এ পরীক্ষা স্থগিত থাকবে। বুধবার (৯ জুলাই) রাতে কারিগরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।