শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার কর্তৃক আয়োজিত “রোভার স্কাউট লিডার ওয়ার্কশপ” অনুষ্ঠিত।

মোঃ রেহান উদ্দীন
- আপডেট সময় : ০১:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার আয়োজিত “রোভার স্কাউট লিডার ওয়ার্কশপ” বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত।
আজ ২৬/৭/২০২৫ শনিবার সকাল ৮.৪০ থেকে বিকেল ৪.৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ স্কাউটস, ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার কর্তৃক আয়োজিত ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, নাসিরনগর, আশুগঞ্জ, কসবা, আখাউড়া, নবীনগর, বাঞ্ছারামপুরসহ সকল উপজেলার রোভার স্কাউট লিডারদের সমন্বয়ে “রোভার স্কাউট লিডার ওয়ার্কশপ” বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানের প্রশিক্ষক, স্বনামধন্য লিডার ট্রেইনার, আজকের ওয়ার্কশপ পরিচালক জনাব প্রফেসর মোজাহিদ হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের সম্মানিত সহ. সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন স্যার।

প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ও স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের সম্মানিত কমিশনার, কাজী শফিকুল ইসলাম কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব হাফেজ মোঃ শফিকুর রহমান।
ওয়ার্কশপ উদ্বোধন শেষে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের সহ, সভাপতি জনাব এ.জেড.এম.আরিফ হোসেন স্যার ও কমিশনার হাফেজ মোঃ শফিকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত রোভার স্কাউট লিডারদেরকে নিয়ে বিশ্বাসী, বিনয়ী, মিতব্যয়ী, বন্ধু, প্রফুল্ল ও সদয় ৬টি উপদলে ভাগ করা হয়।

চা নাস্তার বিরতির পর রোভার স্কাউট লিডারদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন ও গুরুত্বপূর্ণ মতবিনিময় এবং আলোচনা করেন লিডার ট্রেইনার প্রফেসর মুজাহিদ হোসাইন।
এছাড়াও স্কাউট বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের সুযোগ্য কোষাধ্যক্ষ, সাবেক সম্মানিত সম্পাদক জেলা স্কাউটের অন্যতম ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শরীফ জসিম স্যার, জেলা রোভারের বর্তমান সুযোগ্য ও সম্মানিত সম্পাদক, তরুণ এনার্জেটিক, সকলের প্রিয় জনাব অলি আহাদ রতন ও ডিআরএসএল জনাব মোঃ আশরাফুল ইসলাম হাজারী ভাই।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব অলি আহাদ রতন।