শিরোনাম:
বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ আছমত আলী
- আপডেট সময় : ০২:৫৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় নাসিরনগর কলেজ গেইট চেয়ারম্যান মার্কেটে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নাসিরনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম খালেদ এর সভাপতিত্বে এবং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাসান চৌধুরী সঞ্চালনায় দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নান, উপজেলা বিএনপির বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন পরিচালক করেন নাসিরনগর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওঃ মাহমুদউল্লাহ আশরাফী। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।












