ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
নবীন চারুশিল্পীদের বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন বাস্তবায়নে খুলনা আর্ট একাডেমির ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত মুরাদনগরের পূর্বধূইর পশ্চিম ইউনিয়ন জামাায়াত ইসলামী উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা.  মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যকার ব্যবধান দূর করতে হবে। চট্টগ্রামে প্লাস্টিকের দূষণ মোকাবেলায় সচেতনতামূলক কর্মসূচি:  বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের সমর্থনে জনসমাবেশ নাসিরনগর সাংবাদিক ফোরামের কমিটি গঠন  বটিয়াঘাটায় নবাগত ইউএনও’ র যোগদান  খুলনা কে, ডি, এ  খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জঘন্য মানবতাবিরোধী অপরাধ: -অধ্যাপক আহসানুল্লাহ নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐকা পরিষদ

আব্দুল কাদির মোল্লা (সুমন)
  • আপডেট সময় : ০১:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

অদ্য ২১ আগষ্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’ কর্তৃক আয়োজিত ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, এর সামনে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বঞ্চিত করে ১৭ জুলাই ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্র বাতিলের দাবিতে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐকা পরিষদ এর সভাপতি মোঃ ইস্কান্দার আলী হাওলাদার এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব মোঃ রেজাউল হক। ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ড. এস এম কামরুজ্জামান, সদস্য সচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির অধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (জাহাঙ্গীর কবির রানা) এর মহাসচিব মোঃ জয়নুল আবেদীন জয়, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (যাহান আলী) আলহাজ্ব ডা. মোঃ হাছান আলী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের মহাসচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশনের প্রধান পৃষ্টপোষক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি আবু তালেব, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এক কলেজ এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো: সফিকুল ইসলাম স্বপন, মহাসচিব এম এ মান্নান মনির, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (নুরুজ্জামান কায়েস) মহাসচিব লায়ন মো। তাজুল ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (রহিমা) কো-চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান খসরু, মহাসচিব মোঃ ইস্রাফিল হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (দিদার) সভাপতি লায়ন মোঃ দিদারুল ইসলাম, মহাসচিব মোঃ আব্দুল অদুদ, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ মোহাদ্দিকুর রহমান, মহাসচিব মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ ফ্রেন্ডশীপ কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি মো: ফারুক আহম্মেদ, মহাসচিব তকবির আহমেদ, প্রাইভেট স্কুল ফাউন্ডেশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন, মহাসচিব মুহাম্মদ শফি উল্ল্যাহ (মিরাজ), বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (হাবিবুর রহমান) সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের। বাংলাদেশ ফিন্ডারগার্টেন ফোরামের সভাপতি মো: আব্দুল মাতিন, মহাসচিব হাসিবুল ইসলাম,প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশ টেক্সট বুক বোর্ডের কারিকুলাম অনুসরণপূর্বক দেশের কৃষ্টি-কালচার পুরোপুরি অনুসরণ করে উন্নতমানের শিক্ষাপ্রদান করে আসছে। যার ফলশ্রুতিতে দেশব্যাপী এসব শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিকভাবেও গ্রহণযোগ্যতা পেয়েছে। বর্তমানে দেশে প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের পাঠদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১ কোটির অধিক ছাত্র-ছাত্রী উন্নতমানের শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। এ ছাড়াও ৮ লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা ও প্রায় ১ লক্ষ ৫০ হাজার চতুর্থ শ্রেণির কর্মচারির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের এই অবদান নিঃসন্দেহে বাংলাদেশে সর্বমহলের প্রশংসা ও আন্তরিক সহযোগিতা পাওয়ার দাবী রাখে।

এ সকল কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রাথমিক শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখাসহ বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় সাফল্যের সাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, ৫ আগস্ট ২০২৪ এ পট পরিবর্তনের পরও সরকারের প্রশাসনের মাঝে যাপটি মেরে থাকা বিগত জ্যাসিস্ট সরকারের কিছু দোসর এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকার ও জনগণকে বিপাকে ফেলার জন্য যড়যন্ত্র করে যাচ্ছে। যার ফলে সকলের গ্রহণযোগ্য সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার মত আয়োজনকে বাতিল করে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শুধুমাত্র “সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রেখে অভান্ত চাতুরতার সাথে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা- ২০২৫’ নামে গত ১৭ জুলাই ২০২৫ একটি পরিপত্র জারি করেছে। এর ফলে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান পঞ্চম শ্রেণিতে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এ পরিপত্রকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একটা দেশে দুইরকম ধারা কিছুতেই চলতে পারেনা, এটা কোমলমতি শিশু-কিশোরদের প্রতি একটি বিরাট বৈষম্য ও প্রতারণার সামিল। অতি সত্তর গত ১৭ জুলাই ২০২৫ ঘোষিত পরিপত্র বাতিল করে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে পুনরায় নতুন পরিপত্র জারি করা হোক।

গত ০২/০৮/২০২৫ তারিখ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যে বিবৃতি তুলে ধরেছে তা খুবই হাস্যকর। কারণ বৃত্তি পরীক্ষা কখনই প্রণোদনার বিষয় নয়। এটা মেগা মূল্যায়ন ও শিক্ষার্থীর মাঝে পড়ালেখায় প্রতিযোগী মনোভাব গড়ে তোলার বিষয়। সেই সাথে দেশের আগামী প্রজন্মের জন্য মেধাবী জনগোষ্ঠী গড়ে তোলার বিষয়।

আমরা সকলে এদেশের নাগরিক। আমাদের সন্তানদের অধিকার আছে সরকারি সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। আমাদের দাবি অবশ্যই কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল বেসরকারি বিদ্যালয়কে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতে হবে।

ইতোপূর্বে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় ও মহাপরিচালক মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে বিভিন্নভাবে আমাদের দাবি উত্থাপন করেছি। তবুও সরকার তাদের অবস্থানে অনড়। আজকের পরও যদি আমাদের দাবি মেনে না নেয়া হয় তা হলে আমরা আগামীতে আরও কঠিন কর্মসুচিতে যেতে বাধ্য হবো।

ধন্যবাদান্তে
(মুহাম্মদ ইস্কান্দার আলা হাওলাদার)
সভাপতি
“বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ”
(মোঃ রেজাউল হক)
মহাসচিব
“বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐকা পরিষদ

আপডেট সময় : ০১:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

অদ্য ২১ আগষ্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’ কর্তৃক আয়োজিত ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, এর সামনে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বঞ্চিত করে ১৭ জুলাই ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্র বাতিলের দাবিতে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐকা পরিষদ এর সভাপতি মোঃ ইস্কান্দার আলী হাওলাদার এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব মোঃ রেজাউল হক। ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ড. এস এম কামরুজ্জামান, সদস্য সচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির অধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (জাহাঙ্গীর কবির রানা) এর মহাসচিব মোঃ জয়নুল আবেদীন জয়, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (যাহান আলী) আলহাজ্ব ডা. মোঃ হাছান আলী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের মহাসচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশনের প্রধান পৃষ্টপোষক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি আবু তালেব, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এক কলেজ এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো: সফিকুল ইসলাম স্বপন, মহাসচিব এম এ মান্নান মনির, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (নুরুজ্জামান কায়েস) মহাসচিব লায়ন মো। তাজুল ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (রহিমা) কো-চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান খসরু, মহাসচিব মোঃ ইস্রাফিল হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (দিদার) সভাপতি লায়ন মোঃ দিদারুল ইসলাম, মহাসচিব মোঃ আব্দুল অদুদ, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ মোহাদ্দিকুর রহমান, মহাসচিব মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ ফ্রেন্ডশীপ কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি মো: ফারুক আহম্মেদ, মহাসচিব তকবির আহমেদ, প্রাইভেট স্কুল ফাউন্ডেশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন, মহাসচিব মুহাম্মদ শফি উল্ল্যাহ (মিরাজ), বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (হাবিবুর রহমান) সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের। বাংলাদেশ ফিন্ডারগার্টেন ফোরামের সভাপতি মো: আব্দুল মাতিন, মহাসচিব হাসিবুল ইসলাম,প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশ টেক্সট বুক বোর্ডের কারিকুলাম অনুসরণপূর্বক দেশের কৃষ্টি-কালচার পুরোপুরি অনুসরণ করে উন্নতমানের শিক্ষাপ্রদান করে আসছে। যার ফলশ্রুতিতে দেশব্যাপী এসব শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিকভাবেও গ্রহণযোগ্যতা পেয়েছে। বর্তমানে দেশে প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের পাঠদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১ কোটির অধিক ছাত্র-ছাত্রী উন্নতমানের শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। এ ছাড়াও ৮ লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা ও প্রায় ১ লক্ষ ৫০ হাজার চতুর্থ শ্রেণির কর্মচারির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের এই অবদান নিঃসন্দেহে বাংলাদেশে সর্বমহলের প্রশংসা ও আন্তরিক সহযোগিতা পাওয়ার দাবী রাখে।

এ সকল কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রাথমিক শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখাসহ বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় সাফল্যের সাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, ৫ আগস্ট ২০২৪ এ পট পরিবর্তনের পরও সরকারের প্রশাসনের মাঝে যাপটি মেরে থাকা বিগত জ্যাসিস্ট সরকারের কিছু দোসর এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকার ও জনগণকে বিপাকে ফেলার জন্য যড়যন্ত্র করে যাচ্ছে। যার ফলে সকলের গ্রহণযোগ্য সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার মত আয়োজনকে বাতিল করে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শুধুমাত্র “সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রেখে অভান্ত চাতুরতার সাথে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা- ২০২৫’ নামে গত ১৭ জুলাই ২০২৫ একটি পরিপত্র জারি করেছে। এর ফলে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান পঞ্চম শ্রেণিতে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এ পরিপত্রকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একটা দেশে দুইরকম ধারা কিছুতেই চলতে পারেনা, এটা কোমলমতি শিশু-কিশোরদের প্রতি একটি বিরাট বৈষম্য ও প্রতারণার সামিল। অতি সত্তর গত ১৭ জুলাই ২০২৫ ঘোষিত পরিপত্র বাতিল করে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে পুনরায় নতুন পরিপত্র জারি করা হোক।

গত ০২/০৮/২০২৫ তারিখ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যে বিবৃতি তুলে ধরেছে তা খুবই হাস্যকর। কারণ বৃত্তি পরীক্ষা কখনই প্রণোদনার বিষয় নয়। এটা মেগা মূল্যায়ন ও শিক্ষার্থীর মাঝে পড়ালেখায় প্রতিযোগী মনোভাব গড়ে তোলার বিষয়। সেই সাথে দেশের আগামী প্রজন্মের জন্য মেধাবী জনগোষ্ঠী গড়ে তোলার বিষয়।

আমরা সকলে এদেশের নাগরিক। আমাদের সন্তানদের অধিকার আছে সরকারি সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। আমাদের দাবি অবশ্যই কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল বেসরকারি বিদ্যালয়কে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতে হবে।

ইতোপূর্বে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় ও মহাপরিচালক মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে বিভিন্নভাবে আমাদের দাবি উত্থাপন করেছি। তবুও সরকার তাদের অবস্থানে অনড়। আজকের পরও যদি আমাদের দাবি মেনে না নেয়া হয় তা হলে আমরা আগামীতে আরও কঠিন কর্মসুচিতে যেতে বাধ্য হবো।

ধন্যবাদান্তে
(মুহাম্মদ ইস্কান্দার আলা হাওলাদার)
সভাপতি
“বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ”
(মোঃ রেজাউল হক)
মহাসচিব
“বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ”