প্রথম ও একমাত্র অত্যাধুনিক হেলমেট টেস্টিং ল্যাবরেটরি এবং ন্যাশনাল হালাল ল্যাবরেটরি চালু।

- আপডেট সময় : ০৭:৩৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশে প্রথম ও একমাত্র অত্যাধুনিক হেলমেট টেস্টিং ল্যাবরেটরি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত ন্যাশনাল হালাল ল্যাবরেটরি চালু।
বাংলাদেশে প্রথম ও একমাত্র অত্যাধুনিক হেলমেট টেস্টিং ল্যাবরেটরি এবং আন্তর্জাতিক মানের অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত ন্যাশনাল হালাল ল্যাবরেটরি চালু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (১৪ জুলাই) বিএসটিআইয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এই ল্যাব দুটি উদ্বোধন করেন।
দেশে হেলমেট উৎপাদনে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এখন পর্যন্ত আমরা বিদেশের আমদানি করা হেলমেটগুলো টেস্ট করছি। প্রচুর চাহিদা থাকলেও আমরা এখনও আমদানি নির্ভর। আশা করব, বাংলাদেশি যেসব উদ্যোক্তা রয়েছেন, তারা উন্নতমানের হেলমেট তৈরি করবেন। উপদেষ্টা আরও বলেন, সড়কে, নির্মাণ এবং শিল্পখাতে যারা আছেন, তারা এগুলো ব্যবহার করবেন।
এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে হালাল পণ্যের একটি বিশাল বাজার রয়েছে। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ থেকে প্রচুর পণ্য রপ্তানির সুযোগ আছে। আমরা আশা করছি, এ ল্যাব উদ্বোধনের মাধ্যমে দেশের হালাল পণ্যের উৎপাদন কার্যক্রম আরও একধাপ এগিয়ে যাবে। আন্তর্জাতিক বাজারে এ দেশের ব্যবসায়ীরা নতুন সংযোগ স্থাপন করতে সফল হবেন।
এদিকে ল্যাব উদ্বোধন উপলক্ষে বিএসটিআই প্রাঙ্গণে নিজ নিজ কোম্পানির হালাল পণ্যের প্রদর্শনী করছে প্রাণসহ দেশি-বিদেশি দশ প্রতিষ্ঠান। ঐ প্রদর্শনীতে বিএসটিআইয়ের কর্মকর্তাসহ দেশের ব্যবসায়ী এবং নানা শ্রেণির সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন।
ওই প্রদর্শনীটি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানসহ শিল্প মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং এফবিসিসিআই এর প্রশাসক হাফিজুর রহমান ঘুরে দেখেছেন।
বিএসটিএ প্রাঙ্গণে এ পণ্য প্রদর্শনীতে প্রাণ, নেসলে, অলিম্পিক, আকিজ, কোকোলা ফুড, রিমার্ক এইচবি, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, আকিজ বেকার্স লিমিটেড, বেঙ্গল মিট, নিউজিল্যান্ড ডেইরি, ছোয়া ফ্রোজেন ফুডস লিমিটেড অংশ নিয়েছে।
এছাড়া বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। এফবিসিসিআই এর প্রশাসক হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।