নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

- আপডেট সময় : ০৬:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকের শুরুতে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অন্তর্বর্তী সরকার জানিয়েছে, শুক্রবার (২৫ জুলাই) দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয় করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নিহত শিক্ষকদের সম্মাননা প্রদানের পদ্ধতি ও আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত শিগগিরই নির্ধারণ করা হবে।
এছাড়া মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করবে।
গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বীর উত্তম একে খন্দকার বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শিশু ও পাইলটসহ অন্তত ২৯ জন নিহত হন এবং আহত হন দেড় শতাধিক।
এ দুর্ঘটনায় নিহত হন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক মেহরিন চৌধুরী (৪৪) ও মাসুকা বেগম (৩৮)। শিক্ষার্থীদের জন্যই নিজের জীবন উৎসর্গ করেন তারা।