শিরোনাম:
নাসিরনগরে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম এর মতবিনিময়।
মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০২:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ২৪৯ বার পড়া হয়েছে
নাসিরনগরে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম এর মতবিনিময়।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া – ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম এল এল বি।
শনিবার (১৮ অক্টোবর) নাসিরনগর প্রেস ক্লাবে সকাল এগারোটার দিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অবস্থানসহ জন সচেতনতামূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে আলোচনা করেন।

শফিকুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি নাসিরনগর আসন থেকে বিএনপি আমাকে মনোনীত করে, তবে আমার জন্মভূমি নাসিরনগরে জন্য উন্নয়নমূলক কাজ করে সারা দেশের মাঝে মডেল নাসিরনগর হিসেবে পরিচিত করে দেবো।
মত উপস্থিত ছিলেন, নাসিরনগর প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি আছমত আলী, নাসিরনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সাংবাদিক কুমার প্রদীপ, দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি চন্দন দেব, দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি পনি চৌধুরী, সাংবাদিক খ ম জায়েদ, দৈনিক সময়ের কন্ঠের প্রতিনিধি সুমন গোপ, দৈনিক জবাব দিহিতার প্রতিনিধি তাকিউল ইসলাম, দৈনিক চেতনায় বাংলাদেশ প্রতিনিধি সাইফুল ইসলাম, প্রতীক টিভির প্রতিনিধি ইয়াছিন চৌধুরী দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিদিন আব্দুল আল মামুন, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি রাকিব চৌধুরী, স্বদেশ দিনের প্রতিনিধি তোফাজ্জল মিয়া প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন












