শিরোনাম:
নাসিরনগরে যুবদল ৪৭তম বার্ষিকী পালিত
মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৬:০০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যুবদল ৪৭তম বার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যুবদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে নাসিরনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়েছে ।
উক্ত সভায় নাসিরনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল সভাপতিত্বে, যুবদলের আহবায়ক কমিটির সদস্য এম এ মঈন এর সঞ্চালনায়
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক গোলাম নূর মেম্বার, আলোকের অভিসারীকের আহ্বায়ক বখতিয়ারুজ্জামান গালিব, উপজেলা তরুণ দলের আহ্বায়ক তহিদ মিয়া, সদস্য সচিব নিজাম আলম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, চাপড়তলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা শাকিল, উপজেলা জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ অংশগ্রহণের মাধ্যমে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় বক্তারা বলেন, যুবদল জাতির সংকটময় মুহূর্তে গণতন্ত্র রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত থেকে তারা আগামী জাতীয় আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।










