নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- আপডেট সময় : ০৬:১৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
আজ হলি চাইল্ড আইডিয়াল স্কুল, মাসাব, তারাবো পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সিদ্দিক নুর আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— “যে শিক্ষার্থীরা তাদের একাগ্রতা, পরিশ্রম ও মেধার মাধ্যমে সাফল্য অর্জন করেছে, তারা আমাদের ভবিষ্যৎ সম্পদ। শিক্ষা শুধু পরীক্ষার ফলাফল নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার প্রেরণাও বটে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় রূপগঞ্জ শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
















