শিরোনাম:
নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল, থানায় মামলা।

অহিদুল ইসলাম
- আপডেট সময় : ০৭:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল, থানায় মামলা।
নওগাঁর মান্দায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রিফাত হোসেন (২৪) ও ধানী নামের দুই জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা।
অভিযুক্ত যুবকের রিফাত হোসেন পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও ধানী একই এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী গত শনিবার বেলা ১২টার দিকে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মোড়ের একটি দোকানে নুডলস কেনার জন্য যায়। সে বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা রিফাত হোসেন মুখ চেপে ধরে নির্মাণাধীন ওয়াস ব্লকের ভেতরে নিয়ে যায়। সেখানে ধানী নামের এক জনের সহায়তায় মেয়েকে ধর্ষণ করে রিফাত।
সে দোকান থেকে নুডলস না কিনে বাড়ি ফিরে শুয়ে পড়ে। সারাদিন খাওয়া দাওয়াও করেনি।এরমধ্যে গত সোমবার তার ধর্ষণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর মেয়েকে জিজ্ঞাসা করে ঘটনার বিষয়ে জানতে পারি।
জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা বলেন, এ ঘটনায় গতকাল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।