শিরোনাম:
নওগাঁয় মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১।

অহিদুল ইসলাম
- আপডেট সময় : ০১:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১।
নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর এলাকায় মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাঈম শেখ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম শেখ রাজশাহীর পবা থানার ধর্মহাটা এলাকার সেহেরদী শেখের ছেলে। তিনি মোটরসাইকেল যোগে ভালাইন ইউনিয়নের গোররা গ্রামে তার নানার বাড়ি যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, লক্ষীরামপুর এলাকায় পৌঁছালে নাঈমের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাঈম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, এ ঘটনা বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।