দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

- আপডেট সময় : ০৬:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ, তানভীর ইসলামের ৫ উইকেট।
আজ শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২১৮ রানে ৯ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে শেষ ব্যাটার মোস্তাফিজুর রহমানকে নিয়ে আরও ৩০ রান যোগ করেন তানজিম হাসান সাকিব। যে জুটিতে মোস্তাফিজের এক রানও নিতে হয়নি। তানজিম সাকিব ঝোড়ো ব্যাটিংয়ে একাই দলকে নিয়ে গেছেন সম্মানজনক অবস্থানে। ২১ বলে ২টি করে চার-ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৪৫.৫ ওভারে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে জয় থেকে অনেকটা দূরে থেকেও একপ্রাপ্ত আগলে রেখে দুনিথ লিয়ানাগে ম্যাচ প্রায় বেরই করে ফেলেছিলেন। অবশেষে ৪৮তম ওভারের দ্বিতীয় বলে তাকে থামান মোস্তাফিজুর রহমান। লিয়ানাগে যখন ক্রিজে ছিলেন, ম্যাচ তখন শ্রীলঙ্কার দিকেই হেলে পড়ছিল।
বাউন্ডারি লাইন পেরিয়েই জানিথ লিয়ানাগে তীব্র আক্রোশে হেলমেট আর গ্লাভস ছুঁড়ে ফেললেন মাটিতে। কারণ তিনি জেনে গেছেন, আগের বলের ছক্কাটার মূল্য এখন শূন্য, তার লড়াকু ৭৮ রানের ইনিংসটার মূল্যও তাই। মোস্তাফিজুর রহমান পুরো ম্যাচে ছিলেন উইকেটশূন্য, ম্যাচের শেষ অঙ্কে এসে খাতাটা খুললেন মহামূল্য এক কাটারে। ম্যাচের সব অনিশ্চয়তাও মুছে গেছে ওই বলেই।
ডানহাতি এই লঙ্কান ব্যাটার ৪৮তম ওভারের প্রথম বলে ছক্কাও হাঁকান মোস্তাফিজকে। ১৭ বলে তখন দরকার মাত্র ২১ রান, হাতে ২ উইকেট। পরের বলেই ফিজ স্লোয়ারে বিভ্রান্ত করেন, ফিরতি ক্যাচে ফেরান লিয়ানাগেকে। তাতে অনেকটাই হাঁফ ছেড়ে বাঁচে বাংলাদেশ।
টান টান উত্তেজনার ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল।
কলম্বোয় রুদ্ধশ্বাস দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত লড়াইয়ের ১৬ রানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ নির্ধারণী তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
এই ম্যাচ হারলে সিরিজ হবে হাতছাড়া, ছিল বাঁচামরার লড়াই। পুঁজিও খুব বড় ছিল না। ধুঁকতে ধুঁকতে ২৪৮ রান পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ। তবে এই সংগ্রহ নিয়েই দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে টাইগাররা, বোলারদের নৈপুণ্যে।
আলাদা করে বলতে হয় তানভীর ইসলামের কথা। ওয়ানডে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত এক ফাইফার (৫ উইকেট) তুলে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
ব্যাট হাতে দলকে লড়াকু পুঁজি এনে দিয়েছেন, বোলিংয়েও শুরুর আঘাতটা করেন তানজিম হাসান সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই পাথুম নিশাঙ্কাকে (৫) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার পেসার। ৬ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৬৯ রানের ঝোড়ো জুটি গড়েন কুশল মেন্ডিস আর নিশান মাদুশকা। মাদুশকাকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন তানভীর ইসলাম।
বাঁহাতি এই স্পিনার নিজের পরের ওভারে এলবিডব্লিউ করেন ২০ বলে ফিফটি হাঁকানো কুশল মেন্ডিসকেও। ৩১ বলে ৯ চার আর ১ ছক্কায় ৫৬ রানে সাজঘরের পথ ধরেন কুশল। ৭ রানের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ।
এরপর চারিথ আসালাঙ্কাকে ৬ রানেই আউট করে দেন শামীম পাটোয়ারী। ৯৯ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা।
কামিন্দু মেন্ডিস প্রতিরোধ গড়ে তুলেছিলেন। অবশেষে লঙ্কান ব্যাটিংয়ের এই স্তম্ভ পড়েন ফাঁদে। তানভীরের বলে মিডউইকেটে দাঁড়িয়ে ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। ৫১ বলে ৩৩ রানে ফেরেন কামিন্দু। শ্রীলঙ্কার পঞ্চম উইকেটের পতন ঘটে ১২৬ রানে।
তানভীরের চতুর্থ শিকার দুনিথ ওয়াল্লালাগে (১)। ঘূর্ণিতে পরাস্ত হন তিনি, বল ব্যাটে লেগে উঠে যায় ওপরে। সহজ ক্যাচ নেন উইকেটরক্ষক জাকের আলী। ১৩২ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা।
এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা আর জানিথ লিয়ানাগের উইকেট কামড়ে পড়ে থাকার চেষ্টা করেন। এদিকে রানের চাপ বাড়ছিল। শেষ পর্যন্ত ঝুঁকি নেন হাসারাঙ্গা (১৩)। মিরাজকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে হন ক্যাচ।
তানভীর তার ফাইফার (৫ উইকেট) পূরণ করেন মাহিশ থিকশানাকে (২) আউট করে। তবে দুনিথ লিয়ানাগে একটা প্রান্ত ধরে লড়াই চালিয়েই যেতে থাকেন। বেশ কয়েকটি জীবন পেয়ে ৭৫ বলে লড়াকু ফিফটি হাঁকান। জয়ের সুযোগ তৈরি করেছিলেন তিনিই।
৪৮তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান মোস্তাফিজকে। ১৭ বলে তখন দরকার ২১। পরের বলেই ফিজ ফিরতি ক্যাচে ফেরান লিয়ানাগেকে। নয়তো ৮৫ বলে ৭ চার আর ২ ছক্কায় তার ৭৮ রানের ইনিংসটা হয়তো লঙ্কানদের উৎসবের উপলক্ষ্য গড়ে দিতো।এরপর দুশমন্ত চামিরাকে বোল্ড করে শেষ টানেন তানজিম সাকিব। ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
কলম্বোয় রুদ্ধশ্বাস দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত লড়াইয়ের ১৬ রানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ নির্ধারণী তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: তানভীর ইসলাম। সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১–১–এ সমতা।