শিরোনাম:
দলীয় শৃঙ্খলা ভঙ্গে কৃষক দলের সদস্য সচিব বহিষ্কার।
মোঃ আছমত আলী
- আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৪৩০ বার পড়া হয়েছে
মোঃ আছমত আলী, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া।
দলীয় শৃঙ্খলা ভঙ্গে কৃষক দলের সদস্য সচিব বহিষ্কার।
মামলা বানিজ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ শাহ আলম পাঠান কে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই ) জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মো আরিফ ( ভি পি সামীম) সদস্য সচিব মোঃ জিল্লুর রহমানের যৌথ স্বাক্ষরিত একটি পত্রে শাহ আলম পাঠানের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
জেলা জাতীয়তাবাদী কৃষক কৃষক দলের আহবায়ক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে নাসিরনগর উপজেলা শাখা কৃষকদলের সদস্য সচিব শাহ আলম পাঠান কে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং ১ নং যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল আওয়াল কে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করেন।
এলাকাবাসীর অভিযোগ কৃষক দলের সদস্য সচিব এম শাহ আলম পাঠান ৫ আগষ্ঠের পর আওয়ামীলীগের নেতা সহ সাধারণ নিরপরাধ
মানুষের বিরুদ্ধে আদালতে মামলার করেন এবং কয়েকজন আওয়ামীলীগ নেতাকে মামলার এজাহার থেকে নাম বাদ দেয়ার মাধ্যমে মোটা অন্কের টাকা সংগ্রহ করেন। মামলার আসামিদের সঙ্গে লেনদেন শুরু করে দেয়। পরে আদালতে মামলা থেকে নাম প্রত্যাহারের আবেদন করে আসামীর নাম বাদ দেয়া হয়।।
শাহ আলম পাঠান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আমাকে বহিস্কার দেখানো হয়েছে কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোন প্রকার কাজ করেনি।আমি জানি পানি নিজ দিয়েই গড়ায়।
মোঃ আছমত আলী, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া।












