শিরোনাম:
তোমরাই আগামীর নেতৃত্ব, তোমাদের প্রতিটি অগ্রগতি আমাদের দেশের অগ্রগতি – উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ ।
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৪৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
রূপগঞ্জ উপজেলায় শিক্ষার মান উন্নয়ন ও অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নিরন্তর কাজ করে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম।
বার্ষিক পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে তিনি আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের পাঠদানের অভিজ্ঞতা, প্রস্তুতি ও ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষকবৃন্দের সঙ্গেও মতবিনিময় করে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন- নিয়মিত পড়াশোনা, সততা ও কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। তোমরাই আগামীর নেতৃত্ব, তোমাদের প্রতিটি অগ্রগতি আমাদের দেশের অগ্রগতি।














