তাহিরপুরের ৭ ইউনিয়নে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন।

- আপডেট সময় : ০৫:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে
আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
তাহিরপুরের ৭ ইউনিয়নে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী এই কমিটির অনুমোদন দেন।
প্রতি ইউনিয়ন কমিটিতে ১জন আহ্বায়ক, ১জন সদস্য সচিব ও ৯জন সদস্য রাখা হয়েছে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে মো. গোলাম নুরকে আহ্বায়ক ও মো. শামিম আহমদকে সদস্য সচিব, শ্রীপুর উত্তর ইউনিয়নে মো. লায়েছ মিয়াকে আহ্বায়ক ও মো. মোশাহীদ আলীকে সদস্য সচিব, বড়দল দক্ষিণ ইউনিয়নে মো. বশির মিয়াকে আহ্বায়ক ও মো. আব্দুস সালামকে সদস্য সচিব, বড়দল উত্তর ইউনিয়নে মো. রফিকুল ইসলামকে আহ্বায়ক ও নজরুল ইসলাম শাহ্কে সদস্য সচিব, বাদাঘাট ইউনিয়নে মো. মঞ্জুর আলীকে আহ্বায়ক ও নজরুল ইসলাম শিকদারকে সদস্য সচিব, তাহিরপুর সদর ইউনিয়নে মো. সাইদুল কিবরিয়াকে আহ্বায়ক ও মো. সফি আলমকে সদস্য সচিব এবং বালিজুরী ইউনিয়নে আছব্বির আলী খাঁ’কে আহ্বায়ক ও আমিরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী এ প্রতিবেদককে বলেন, প্রতি ইউনিয়ন আহ্বায়ক কমিটি আগামি এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করবে। এবং পরবর্তীতে একইভাবে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।