শিরোনাম:
টাঙ্গাইলের চর পাকুল্যা থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ.
abu sama
- আপডেট সময় : ০৯:৫১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের চর পাকুল্যা থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ.
টাঙ্গাইল সদর উপজেলার চর পাকুল্যা , ছিলিমপুর ইউনিয়ন , টাঙ্গাইল সদর থেকে মো. নাফিউর রহমান (আদিব) নামের ১৩ বছর বয়সী এক স্কুলছাত্র গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি পাকুল্যা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ২২ জুন ২০২৫, রবিবার সকাল আনুমানিক ১০:৩০ মিনিটে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আদিব। পরদিন (২৩ জুন) তাঁর বাবা মো. নজরুল ইসলাম (৪৫) টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৬১০) করেন।
তদন্ত কর্মকর্তা এসআই মো. তাজউদ্দিন জানিয়েছেন, নিখোঁজ কিশোরের সঙ্গে কোনো ইলেকট্রনিক ডিভাইস ছিল না। স্থানীয় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে, তবে এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে খুঁজে বের করতে তদন্ত চলছে।
নিখোঁজের বর্ণনা:নাম: মো. নাফিউর রহমান (আদিব)
বয়স: ১৩ বছর
গায়ের রং: ফর্সা
মুখমণ্ডল: গোল
উচ্চতা: ৫ ফুট
স্বাস্থ্য: চিকন
পোশাক: কালো জিন্স প্যান্ট, কমলা গেঞ্জি, সঙ্গে স্কুল ব্যাগ
যদি কেউ তাঁর সন্ধান পান, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন:পিতা: মো. নজরুল ইসলাম – ০১৭৫৪-৮৭৭৮১০
ভাই: হিমেল হোসেন রাব্বি – ০১৭৬৪-৬৭৫৬১৬
যদি কোন সহৃদয় ব্যক্তি এই ছেলের সন্ধান পান তাহলে উপরোক্ত নাম্বার এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।
















