শিরোনাম:
চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু।

এম ইউছুফ
- আপডেট সময় : ০৩:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু।
চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জনে। সোমবার (২১ জুলাই) এমন তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।মৃত্যু হওয়া ব্যক্তির নাম মো. মুজিবুর রহমান (৫৫)। তিনি নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা। সোমবার নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি করোনার পাশাপাশি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনদিন আগে তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কোভিড সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত জেলায় ২১৭ জন রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১৯৫ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।