“গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

- আপডেট সময় : ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে “গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
সভাপতিত্ব করেন জনাব তারিকুল ইসলাম, পৌর প্রশাসক, কাঞ্চন পৌরসভা, যিনি তার বক্তব্যে পরিবেশ রক্ষায় পৌরসভার চলমান ভূমিকা তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও কাঞ্চন পৌরসভার জনতার মেয়র হিসেবে পরিচিত জনাব এডভোকেট আমিরুল ইসলাম ইমন।
বিদ্যালয়ের চারপাশে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ৬০০ চারা বিতরণ করা হয়। এতে শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা জাগ্রত হয় এবং বিদ্যালয় ক্যাম্পাসে এক অনিন্দ্য সবুজ পরিবেশ সৃষ্টি হয়।
রূপগঞ্জ উপজেলা প্রশাসন সর্বদা পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নিবেদিত।