শিরোনাম:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাহিরপুরে খতমে কুরআন ও গণদোয়া
আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
- আপডেট সময় : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাহিরপুরে খতমে কুরআন ও গণদোয়া.
সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও গণদোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল বলেন, সৃষ্টিকর্তা ডাক্তারদের ডাক্তার, মহান সেই আল্লাহর কাছে আমরা দোয়া করব, তিনি যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি আরও বলেন, এক এগারো সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর দুই সন্তানসহ দেশ ত্যাগ করার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। বরং বলেছিলেন, দেশের ১৮ কোটি মানুষ আমার কাছে সন্তানতুল্য। তাঁদের ছেড়ে আমি কোথাও যাব না।
মাহফিলে কুরআন খতম শেষে গণদোয়া পরিচালনা করেন পৈলনপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাঈনউদ্দিন। এসময় উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণদোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের কল্যাণ এবং রাজনৈতিক শান্তি–স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।










