এ দেশে আর নতুন করে কোন ফ্যাসিস্ট সরকারের জন্ম হবে না- দীপু ভূইয়া

- আপডেট সময় : ০২:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৮ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকের এইদিনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। যাদের রক্তের বিনিময়ে আমরা আজ নতুন একটি দেশ পেয়েছি তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
সেই সকল যোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আর যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এদেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের যেন জন্ম না হয়।
দেশের মানুষ যেন নিজেদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারেন, স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সুন্দর সরকার গঠনে মত প্রকাশ করতে পারেন সেই লক্ষ্যে সবার কাজ করতে হবে।
মঙ্গলবার বিকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি কোন সন্ত্রাস, চাদাবাজি, অরাজকতাকে প্রশ্রয় দেয় না। বিগত সরকারের পেত্মাতারা দলে প্রবেশ করে দলের বদমান করতে পায়তারা করছে। তাদেরকে কেউ প্রশ্রয় দিবেন না।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন, থানা বিএনপির সভাপতি এড মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারন সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূইয়া, সাধারন সম্পাদক মফিকুল ইমলাম খানসহ অনেকে।
পথসভা শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নেতৃত্বে উপজেলা কাঞ্চন কালাদী বালুর মাঠ থেকে বিজয় র্যালি বের হয়ে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতু এলাকায় গিয়ে শেষ। র্যালিতে কয়েক হাজার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহন করেন।