ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ১ যুবক নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের রাস্তার পাশের এতিম শিক্ষার্থীদের রোপন করা অর্ধশত কলাগাছ কেটে দিয়েছে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের বিপরীতে অতিরিক্ত সুবিধা প্রদানের হাইকোর্টের রায় বাস্তবায়নে সভা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  চা  ব্যবসায়ীকে  কুপিয়ে হত্যা রূপগঞ্জে ইউটিউব ব্লগার জিসানের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ঘুরছেন ৮৮ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী, প্রয়োজন ৯ হাজার কোটি টাকা। চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে রাজনৈতিক ও অরাজনৈতিক জোটগুলো থেকে মোট ১০টি প্যানেল ঘোষণা। টিসিবি পণ্য সরবরাহ ও বিক্রয় কেন্দ্রগুলোর সামনে অপেক্ষমাণ মানুষের সারি দিন দিন দীর্ঘ হচ্ছে। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

নারী কোটা থাকছে না; আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা

এমপিওভুক্ত এক লাখ শিক্ষক নিয়োগে আবেদন শুরু ২২ জুন

অনলাইন ডেক্স
  • আপডেট সময় : ০৪:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ২৫৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজে শূন্য থাকা এক লাখ ৮২২টি শিক্ষক নিয়োগে আগামী ২২ জুন থেকে আবেদন করা যাবে।

অনলাইনের মাধ্যমে শিক্ষক হিসেবে নিবন্ধনের সুপারিশ পাওয়া আগ্রহীরা ১ জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন; বয়সসীমা দেওয়া হয়েছে ৩৫ বছর।

ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত একযোগে রেকর্ড সংখ্যক শিক্ষক নিয়োগের আবেদনের এ সময়সীমা ঠিক করে গণবিজ্ঞপ্তি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ।

মঙ্গলবার এ গণবিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ হবে বলে জানিয়েছেন এনটিআরসিএর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার উপপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবদুর রহিম খোন্দকার।

সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোমবার আমরা গণবিজ্ঞপ্তিটি চূড়ান্ত করে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য তিনটি সংবাদপত্র অফিসে পাঠিয়ে দিয়েছি। আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত প্রার্থীরা এ গণবিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার সুযোগ পাবেন।”

এনটিআরসিএর পক্ষ থেকে গণবিজ্ঞপ্তির কপি সোমবার অন্যান্য সংবাদমাধ্যমেও পাঠানো হয়েছে।

এই এক লাখ ৮২২ টি শূন্য পদের মধ্যে বেসরকারি স্কুল ও কলেজের ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসার ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ১১০টি রয়েছে, যার সবগুলোই এমপিওভুক্ত বা সরকারি অংশের বেতনভাতা প্রাপ্য।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের (http://ngi.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।

শিক্ষক হতে নিবন্ধিত একজন প্রার্থী এক আবেদনের মাধ্যমে আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৪০টি শূন্যপদে পছন্দ দিতে পারবেন। পছন্দের ৪০টি প্রতিষ্ঠানে সুযোগ না পেলে মেধারভিত্তিতে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ চান কি না সে বিষয়েও মতামত দিতে পারবেন।

এ নিয়োগে নারী কোটা থাকবে না বলেও তুলে ধরা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। আগে শহরাঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষক পদের ৪০ শতাংশ এবং মফস্বল অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষক পদের ২০ শতাংশ পদে নারী প্রার্থী নিয়োগ বাধ্যতামূলক ছিল, যা ‘মহিলা কোটা’ নামে পরিচিত ছিল।

গত ১৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নারী প্রার্থীদের জন্য আসন সংরক্ষণের এ বিধান বাতিল ঘোষণা করে।

রেকর্ড সংখ্যক শিক্ষক নিয়োগের আবেদনের এ বিজ্ঞপ্তিকে ‘ষষ্ঠ গণবিজ্ঞপ্তি’ হিসেবে তুলে ধরা হয়েছে, যেটির মাধ্যমে এখন পর্যন্ত সর্বাধিক শূন্যপদের বিপরীতে আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা।

দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩০ হাজার ৮২৬। এরমধ্যে স্কুল ১৭ হাজার ৬৩৪টি, কলেজ ২ হাজার ৮৬৮টি, মাদ্রাসা ৮ হাজার ২২৯টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ২২২টি।

এসব শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ও প্রভাষক বা সমপর্যায়ের শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব এনটিআরসিএ এর।

এনটিআরসিএ এ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীর বয়স ২০২৫ সালের ৪ জুন ৩৫ বছর বা এর কম হতে হবে এবং নিবন্ধন সনদের মেয়াদ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে হতে হবে।

২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে। তবে শুরুর ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে।

পরে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়।

এরপর পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে গত বছরের ৩১ আগস্ট পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।

এর আগে গত বছরের ৩১ মার্চ ৯৬ হাজার ৭৩৬টি শিক্ষক শূন্যপদের নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। যদিও শেষ পর্যন্ত চূড়ান্ত নিয়োগ পেয়েছিলেন ১৯ হাজার ৫৮৬ প্রার্থী জন নিবন্ধিত প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

নারী কোটা থাকছে না; আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা

এমপিওভুক্ত এক লাখ শিক্ষক নিয়োগে আবেদন শুরু ২২ জুন

আপডেট সময় : ০৪:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজে শূন্য থাকা এক লাখ ৮২২টি শিক্ষক নিয়োগে আগামী ২২ জুন থেকে আবেদন করা যাবে।

অনলাইনের মাধ্যমে শিক্ষক হিসেবে নিবন্ধনের সুপারিশ পাওয়া আগ্রহীরা ১ জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন; বয়সসীমা দেওয়া হয়েছে ৩৫ বছর।

ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত একযোগে রেকর্ড সংখ্যক শিক্ষক নিয়োগের আবেদনের এ সময়সীমা ঠিক করে গণবিজ্ঞপ্তি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ।

মঙ্গলবার এ গণবিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ হবে বলে জানিয়েছেন এনটিআরসিএর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার উপপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবদুর রহিম খোন্দকার।

সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোমবার আমরা গণবিজ্ঞপ্তিটি চূড়ান্ত করে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য তিনটি সংবাদপত্র অফিসে পাঠিয়ে দিয়েছি। আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত প্রার্থীরা এ গণবিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার সুযোগ পাবেন।”

এনটিআরসিএর পক্ষ থেকে গণবিজ্ঞপ্তির কপি সোমবার অন্যান্য সংবাদমাধ্যমেও পাঠানো হয়েছে।

এই এক লাখ ৮২২ টি শূন্য পদের মধ্যে বেসরকারি স্কুল ও কলেজের ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসার ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ১১০টি রয়েছে, যার সবগুলোই এমপিওভুক্ত বা সরকারি অংশের বেতনভাতা প্রাপ্য।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের (http://ngi.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।

শিক্ষক হতে নিবন্ধিত একজন প্রার্থী এক আবেদনের মাধ্যমে আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৪০টি শূন্যপদে পছন্দ দিতে পারবেন। পছন্দের ৪০টি প্রতিষ্ঠানে সুযোগ না পেলে মেধারভিত্তিতে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ চান কি না সে বিষয়েও মতামত দিতে পারবেন।

এ নিয়োগে নারী কোটা থাকবে না বলেও তুলে ধরা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। আগে শহরাঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষক পদের ৪০ শতাংশ এবং মফস্বল অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষক পদের ২০ শতাংশ পদে নারী প্রার্থী নিয়োগ বাধ্যতামূলক ছিল, যা ‘মহিলা কোটা’ নামে পরিচিত ছিল।

গত ১৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নারী প্রার্থীদের জন্য আসন সংরক্ষণের এ বিধান বাতিল ঘোষণা করে।

রেকর্ড সংখ্যক শিক্ষক নিয়োগের আবেদনের এ বিজ্ঞপ্তিকে ‘ষষ্ঠ গণবিজ্ঞপ্তি’ হিসেবে তুলে ধরা হয়েছে, যেটির মাধ্যমে এখন পর্যন্ত সর্বাধিক শূন্যপদের বিপরীতে আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা।

দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩০ হাজার ৮২৬। এরমধ্যে স্কুল ১৭ হাজার ৬৩৪টি, কলেজ ২ হাজার ৮৬৮টি, মাদ্রাসা ৮ হাজার ২২৯টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ২২২টি।

এসব শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ও প্রভাষক বা সমপর্যায়ের শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব এনটিআরসিএ এর।

এনটিআরসিএ এ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীর বয়স ২০২৫ সালের ৪ জুন ৩৫ বছর বা এর কম হতে হবে এবং নিবন্ধন সনদের মেয়াদ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে হতে হবে।

২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে। তবে শুরুর ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে।

পরে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়।

এরপর পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে গত বছরের ৩১ আগস্ট পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।

এর আগে গত বছরের ৩১ মার্চ ৯৬ হাজার ৭৩৬টি শিক্ষক শূন্যপদের নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। যদিও শেষ পর্যন্ত চূড়ান্ত নিয়োগ পেয়েছিলেন ১৯ হাজার ৫৮৬ প্রার্থী জন নিবন্ধিত প্রার্থী।